Chief Secretary PC: করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, জুলাইয়ের মধ্যে শিশুদের জন্য ১৩০০ ICU রাজ্যে
নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব বলেন, "নির্বাচনের কারণে রাজ্যে করোনা সংক্রমণের হার ৩.৪৩ শতাংশ থেকে বেড়ে ৩৩ শতাংশের বেশি হয়েছিল। আবার রাজ্যে করোনা সংক্রমণের হার ৩.৬১ শতাংশ হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে আড়াইশোর বেশি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। কনটেনমেন্ট জোনে বিশেষ টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে। এছাড়াও কেন্দ্র সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য টিকার সরবরাহে সমস্যা হচ্ছিল। বিভিন্ন দেশে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউতে শিশুদের উপরে প্রভাব পড়ছে। কিন্তু আমাদের দেশে এখনও ০-১৮ বছর বয়সীরা টিকাকরণের আওতার মধ্যে আসেনি। ১২ বছর বয়সী বাচ্চার মায়েদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও স্বাস্থ্য পরিকাঠামো বাড়ানো হয়েছে। তৈরি হয়েছে অনেক সেফ হোম। জুলাইয়ের মধ্যে শিশুদের জন্য বেডের সংখ্যা বাড়ানোর লক্ষ্য। জুলাইয়ের মধ্যে শিশুদের জন্য ১৩০০ আইসিইউ।" অক্সিজেন সরবরাহ বাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব।
করোনা ভ্যাকসিনের ২ কোটি ডোজ দিয়েছে রাজ্য সরকার। বুধবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ৩৩ লক্ষ সুপার স্প্রেডারকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমরা ৩ কোটি ভ্যাকসিন চেয়েছিলাম, কিন্তু পাইনি। ৩ কোটি ভ্যাকসিন পেলে আমরা ২ কোটি টিকা নিতাম। ১ কোটি ভ্যাকসিন বেসরকারি ক্ষেত্রে দেওয়া হত।