State Budget 2021-22: ভোটের পর প্রথম বাজেট পেশ বিধানসভায়
বিধানসভায় রাজ্য বাজেট পেশ (State Budget)। আগামী অর্থবর্ষে ৩০৮৭২৭ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব। পরিবহণ ক্ষেত্রে ছাড় দেওয়া হল রোডট্যাক্সে। কোভিড পরিস্থিতির কারণে ৩১জুন পর্যন্ত ছাড় ছিল। রোড ট্যাক্সে ছাড়ের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল। স্ট্যাম্প ডিউটির হারেও বিশেষ ছাড়। স্ট্যাম্প ডিউটি কমানো হল ২ শতাংশ। দলিল রেজিস্ট্রেশনের বাজারদর ১০ শতাংশ হ্রাস করা হল। ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পে ১১৪৪৭৭ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব। শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে ১২৯১৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। অনগ্রসর শ্রেণির উন্নয়নে বাড়তি গুরুত্ব। অনগ্রসর শ্রেণির উন্নয়নে বরাদ্দ ২১৭১.৭৮ কোটি টাকা। কৃষি বিভাগের জন্য বরাদ্দ ৯১২৫ কোটি টাকা। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য বাজেটে কেন্দ্রীয় সরকারকে দায়ী করা হয়েছে। কোভিড পরিস্থিতিতেও পেট্রোলিয়ামজাত পণ্য থেকে ৩.৭১ কোটি টাকা রাজস্ব। ৩.৭১ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে কেন্দ্রীয় সরকার। এলপিজির ক্রমাগত মূল্যবৃদ্ধির তথ্যও তুলে ধরা হয়েছে বাজেটে।