State Cabinet Ministry: কোভিড-সামলানোতেই নজর ফিরহাদের, শিল্প ক্ষেত্রে অমিতের পরামর্শ নেওয়ার ভাবনা পার্থর
Continues below advertisement
পরিবহণ ও আবাসনমন্ত্রী পদে আসীন হওয়ার পর ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "আগে কোভিডটা সামলাই। তারপরে সব দেখা যাবে। আমাকে গিয়ে আগে সবটা দেখতে হবে। তবে এখন সবার প্রাধান্য কোভিডকে সামলানো।" অন্যদিকে সদ্য শিল্প, বাণিজ্য, তথ্য-প্রযুক্তি দফতরের দায়িত্ব পেয়ে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানান, "এটা আমার পরিচিত ক্ষেত্র। সারা বিশ্বে শিল্পের যা পরিস্থিতি, অমিত মিত্র (Amit Mitra) বাংলাকে অনেকটাই এগিয়ে রেখেছেন। দরকারে পরামর্শ নেব।" অন্যদিকে শিক্ষা দফতর প্রসঙ্গে পার্থ বলেন, "ব্রাত্য বসু (Bratya Basu) যখন ছিলেন তখন ৫০টা বিশ্ববিদ্যালয় ছিল না, তবে কোথাও ভুল থাকলে নিশ্চয় তা শুধরে নিয়ে ব্রাত্য এগিয়ে যাবে।"
Continues below advertisement
Tags :
Mamata Banerjee WB Election 2021 TMC Nabanna ABP Ananda Partha Chatterjee Bratya Basu ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Sovandeb Chatterjee Mamata Banerjee Arup Biswas WB State Cabinet West Bengal Cabinet TMC Candidates West Bengal Election Result State Cabinet Ministry TMC Oath Taking State Cabinet Oath Taking New State Minister List State Minsiter List Minister List Of West Bengal Partha Chatterjee