Strand Road Fire: সার্ভার রুম মেরামতির চেষ্টা, রাতভোর কাজ রেল টেল-এর
স্ট্র্যান্ড রোডে রেলের অফিসে ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছে ৯ জনের। সোমবার রাতে দমকলের ২৫টি ইঞ্জিন ও ২টি ল্যাডার নিয়ে আসা হয় ঘটনাস্থলে। কিন্তু দমকল সূত্রে দাবি, নিউ কয়লাঘাটা বিল্ডিংয়ের গাড়িবারান্দার উচ্চতা কম থাকায় ১টি ল্যাডার কাজে লাগানো যায়নি। ব্যবহার করা হয় অন্য ল্যাডারটি। যেহেতু চারপাশ থেকে জল দেওয়া যায়নি, তাই আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগে বলে দাবি দমকল সূত্রে। ওই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সার্ভার রুম। রেল সূত্রে খবর, সেই সার্ভার রুমকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে রাতভোর কাজ করছে রেলের টেলিকম বিভাগের কর্মীরা। চেষ্টা চলছে বুকিং ব্যবস্থাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার। ভবনের ১৩ তলায় সোমবারের বিধ্বংসী আগুনে সবথেকে বেশি ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। নমুনা সংগ্রহ ও তদন্তের স্বার্থে বন্ধ রয়েছে বহুতলের সব অফিস। রেল সূত্রে খবর, ১৩ তলা বাদ রেখে বাকি অংশ যাতে খুলে দেওয়া হয়, তার জন্য আজ কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের কাছে অনুরোধ করতে পারে রেল।