Mukul Roy: মুকুলের বিধায়ক পদ খারিজের আর্জিতে শুনানি, আদালতে যাওয়ার সম্ভাবনা শুভেন্দুর

Continues below advertisement

মুকুল রায়ের (Mukul Rooy) বিধায়ক পদ খারিজের দাবিতে প্রথম শুনানি, স্পিকারের ঘরে উপস্থিত হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বেরিয়ে এলেন সাড়ে ৪ মিনিটের মধ্যেই । তারপরই জানালেন, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার দাবিতে আদালতেও যাবে বিজেপি (BJP)। যা নিয়ে অবশ্য বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নন মুকুল। 

বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছেন মুকুল রায়। কিন্তু, তারপর থেকেই তাঁর অবস্থান থেকে ঘিরে বিতর্ক। 
বিজেপির বক্তব্য, "যিনি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতি তৃণমূল (TMC) ভবনে যোগ দিয়েছেন, যিনি বিজেপির আলিপুরদুয়ারের সভাপতির হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়েছেন, তৃণমূলের সমর্থনে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন, তাঁর বিধায়ক পদ অবিলম্বে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী খারিজ করা হোক।" শুভেন্দু অধিকারীর এই দাবির প্রেক্ষিতেই শুক্রবার শুনানি ছিল। মাত্র সাড়ে চার মিনিট স্পিকারের ঘরে ছিলেন বিরোধী দলনেতা। সেখান থেকে বেরিয়েই তৃণমূলের সমালোচনা করে আদালতে যাওয়ার কথা জানান তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram