Suvendu Adhikari: কলকাতায় ট্রামের সব জমি প্রোমোটারদের কাছে বিক্রি করা হচ্ছে, অভিযোগ শুভেন্দুর
আজ বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "হরিণঘাটার মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করছে রাজ্য সরকার। মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির তদন্ত করছে ইডি (ED)। অনেক রাঘববোয়ালের নাম তদন্তে বেরোবে। মাত্র ৮৫ কোটি টাকায় রাজ্যের শেয়ার বিক্রি করা হয়েছে। ১৫ দিন পরে মাত্র ১৫% শেয়ার ৫০০ কোটি টাকায় বিক্রি। হলদিয়া পেট্রোকেমিক্যালে রাজ্যের শেয়ার আগেই বিক্রি। কলকাতায় ট্রামের সব জমি প্রোমোটারদের কাছে বিক্রি করা হচ্ছে। ইলেকশন বন্ডে বা কালো টাকায় প্রোমোটারদের বিক্রি করা হচ্ছে। অন্ডাল বিমানবন্দরে ৪০০ কোটি টাকা অন্য সংস্থাকে দেওয়া হচ্ছে। অথচ ডিপিএল (DPL) বাঁচানোর জন্য ঋণ নেওয়া যায় না। এখন রাজ্যের ঋণের পরিমাণ ৪ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা। এই মুখ্যমন্ত্রী শিল্পায়নের কথা জানেন না। রাজ্যের অধীনে থাকা লিলি বিস্কুটের মতো বহু সংস্থা বিক্রি।"