Suvendu Adhikari: প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাপস রায়, সুযোগ পেলে ফিরিয়ে দেব, মন্তব্য শুভেন্দুর

Continues below advertisement

বিধান পরিষদ (Legislative Assembly) নিয়ে বিধানসভায় ভোটাভুটি। দুই-তৃতীয়াংশ ভোটে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ। ভোটাভুটিতে অংশ নেন ২৬৫ জন বিধায়ক। সরকারপক্ষে ভোট দিয়েছেন ১৯৬ জন বিধায়ক। প্রস্তাবের বিরোধিতায় ৬৯ জন বিধায়ক। এই প্রসঙ্গে আজ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সাংবাদিকদের মুখোমুখি হলেন। তিনি বলেন, ‘গত ১০ বছরে মোদিজির আমলে নতুন করে কোনও বিধান পরিষদের অনুমোদন দেওয়া হয়নি। দেশের ২৩টি রাজ্যে কিন্তু বিধান পরিষদ নেই। সুব্রতবাবু তাঁর বক্তব্যে দ্বিস্তরীয় শাসনব্যবস্থার কথা বলছিলেন। বিশ্বের অন্য কোন দেশে কোনও দ্বিস্তরীয় ব্যবস্থা নেই। দুঃখের বিষয়, শাসক দলের এক প্রবীণ সদস্য তাপস রায় (Tapas Roy) বিরোধীদের অপমান করেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছেন। আমরা সুযোগ পেলে তৃণমূলের (TMC) মাথাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করব।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram