Jawhar Sircar Rajya Sabha Nomination: মোদি সরকারের কট্টর সমালোচক জহর সরকারকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল

Continues below advertisement
মোদি সরকারের কট্টর সমালোচক জহর সরকারকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। বিজেপি কোথায় ভাঁওতা দিচ্ছে, তার এক্সরে প্লেট তুলে ধরবেন সংসদে, দলের মনোনয়নের পর মন্তব্য ভারতীর প্রাক্তন সিইওর। মোদি বিরোধিতার পুরস্কার বলে কটাক্ষ করেছে বিজেপি।
 
উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে আগামী ৯ অগাস্ট উপনির্বাচন হবে। এই আসনের জন্যই জহর সরকারকে মনোনীত করল তৃণমূল। উল্লেখ্য, দীনেশ ত্রিবেদী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। 
 
উল্লেখ্য, এই আসনে মুকুল রায়, যশবন্ত সিনহার মতো নাম নিয়ে জল্পনা চলছিল। শেষপর্যন্ত জহর সরকারকে এই আসনে মনোনীত করে তৃণমূল চমক দিল বলে মনে করা হচ্ছে। 
আলাপন বন্দ্যোপাধ্যায় বিতর্কে জহর সরকার রাজ্য সরকারের পাশেই দাঁড়িয়েছিলেন। রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রসচিবকে বদলির নির্দেশ সংক্রান্ত বিতর্কে তিনি বলেছিলেন,'পুরোপুরি আইন মানা হচ্ছে না। কলকাতায় বসে কোভিড নিয়ন্ত্রণের জন্য তাঁকে ৯০ দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে কোন নির্দেশ বলবৎ থাকছে? চাকরি শেষ হওয়ার পরেও অতিরিক্ত সময়ে কাউকে কেন্দ্রে সচিব করা হয়েছে, এমন উদাহরণ আমার জানা নেই।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram