Top Stories: তেলের দাম থেকে ভ্যাকসিন সঙ্কট নিয়ে উত্তাল হতে পারে সংসদের বাদল অধিবেশন

Continues below advertisement

লেকটাউনে (Lake Town) মিনি জয়া সিনেমা হলে (Mini Jaya Cinema Hall) বিধ্বংসী আগুন। দুজন আহত। বন্ধ সিনেমা হলে চারতলায় আগুন। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এলাকা। স্পুটনিকের আড়ালে ছিল স্টেরয়েড ন্যাডিকোর্টের ভায়াল। একই লাল ক্যাপ থাকায় জালিয়াতি, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা রাজ্যের। ভায়ালের ঠিক কী ব্যবহার এখনও পরীক্ষা করা হয়নি, জানাল পুলিশ। করোনার ভ্যাকসিনের (Corona Vaccine) আড়ালে ত্বকের চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েড। সুস্থ শরীরে প্রয়োগ করলে বাড়তে পারে সুগার। হতে পারে চোখ, ছত্রাকজনিত সমস্যা, আশঙ্কা চিকিৎসকদের। ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় পুলিশ। দক্ষিণ কলকাতার তৃণমূলের আইটি সেলের আহ্বায়ক ছিলেন দেবাঞ্জন, রাজ্যপালের সঙ্গে ভুয়ো আমলার ছবি দেখিয়ে তৃণমূলের আক্রমণের পাল্টা অভিযোগ দিলীপের। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়বেন না, জবাব তৃণমূলের। বিএসএফ (BSF) কর্তা পরিচয়েও কি প্রতারণার ছক ছিল দেবাঞ্জনের (Debanjan Deb)? বাড়ি থেকে বাজেয়াপ্ত ব্যাজ দেওয়া উর্দি ঘিরে বাড়ছে রহস্য। ২৭ জুন তল্লাশির প্রসঙ্গ উল্লেখ করে হাইকোর্টে রাজ্য সরকারের হলফনামা। শহরে ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগ। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার বিশেষ অভিযানে ধৃত ১৯ জন। অপদার্থ স্কুল সার্ভিস কমিশন (SSC), কী ধরনের আধিকারিকরা চালাচ্ছেন কমিশন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত, উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে তীব্র ভর্তসনা হাইকোর্টের। শুক্রবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ। নিয়ম মেনে কেন তালিকা প্রকাশ করা হয়নি? এসএসসি-র চেয়ারম্যানকে প্রশ্ন হাইকোর্টের। নিয়োগ শুরু করার আবেদন সরকারের। সাতদিনে স্বচ্ছতার সঙ্গে তালিকা প্রকাশ করুন, স্থগিতাদেশ তুলে নেব, বললেন বিচারপতি। কোভিড বিধি মেনেই ১৭ জুলাই থেকে সংসদে (Parliament) শুরু হতে চলেছে বাদল অধিবেশন। পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি, করোনা ভ্যাকসিনের সঙ্কট-সহ বিভিন্ন বিষয়ে বাদল অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে পারেন বিরোধীরা। ১৩ অগাস্ট পর্যন্ত চলবে অধিবেশন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram