Top Story : বীজপুরে মুকুল-পুত্র, ভাটপাড়ায় BJP প্রার্থী অর্জুন-পুত্র

Continues below advertisement

রাজারহাট-গোপালপুরে বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ। দমদম ছাতাকলের কাছে বিজেপির পার্টি অফিস ভাঙচুর। মালদা-জলপাইগুড়ি থেকে জগদ্দল, দুর্গাপুর – প্রার্থীতালিকা ঘোষণা হতেই জেলায় জেলায় বিজেপি (BJP) কর্মীদের বিক্ষোভ, পার্টি অফিস ভাঙচুর। দলের সব পদ ছাড়লেন তপন সিকদারের ভাইপো সৌরভ (Sourav Sikdar)। কলকাতার দুই কেন্দ্র নিয়ে অস্বস্তিতে বিজেপি। আপত্তি সত্ত্বেও প্রার্থী, দাবি চৌরঙ্গীর প্রার্থী শিখা মিত্রের (Sikha Mitra)। বিজেপিতেই যোগ দিইনি, দাবি কাশিপুরের তৃণমূল বিধায়কের স্বামী তরুণ সাহার।

বিজেপির প্রার্থী তালিকায় তারকার ছড়াছড়ি। বেহালা পশ্চিম থেকে দাঁড়িয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়। ভবানীপুরে রুদ্রনীল ঘোষকে দাঁড় করিয়ে চমক দিল বিজেপি। বরানগরে বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র। বালিতে বিজেপির হয়ে লড়বেন তৃণমূলত্যাগী এবং বিদায়ী বিধায়ক বৈশাখী ডালমিয়া। আসানসোল দক্ষিণে বিজেপির হয়ে লড়বেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। মানিকতলায় প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপির প্রার্থী মুকুল রায়। বীজপুরে মুকুল পুত্র শুভ্রাংশু।

ভাটপাড়া কেন্দ্রে প্রার্থী ব্যারাকপুরের তৃণমূল সাংসদ অর্জুন সিংহের ছেলে পবন সিংহ। বিধাননগরে সব্যসাচী দত্ত। হাবড়ায় রাহুল সিনহা। রাজারহাটে শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। খড়দায় বিজেপির প্রার্থী হয়েছেন, তৃণমূলত্যাগী ও ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। শিলিগুড়িতে প্রার্থী করা হয়েছে সিপিএমত্যাগী শঙ্কর ঘোষকে। কালনায় বিজেপি প্রার্থী তৃণমূলত্যাগী বিশ্বজিৎ কুণ্ডু। ভোটের আগে রণক্ষেত্র নন্দীগ্রাম। দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। প্রতিবাদে অবরোধ। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আহত হওয়ার ৭দিন পর নন্দীগ্রামের (Nandigram) বিরুলিয়া বাজার থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল (Forensic Team)। বিরুলিয়া বাজারের কাছে দুটি খুঁটির দুরত্ব এবং উচ্চতা মাপেন আধিকারিকরা। খুঁটিগুলিতে দরজার দাগ রয়েছে, তা পরীক্ষা করা হয়। রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত ৩২৩ জন, মৃত্যু হয়েছে ২ জনের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram