Morning Headlines: জেলায় জেলায় বিজেপি কর্মীদের বিক্ষোভ, ২ প্রার্থীও লড়তেও নারাজ!

Continues below advertisement

মালদা-জলপাইগুড়ি থেকে জগদ্দল, দুর্গাপুর – প্রার্থীতালিকা ঘোষণা হতেই জেলায় জেলায় বিজেপি (BJP) কর্মীদের বিক্ষোভ, পার্টি অফিস ভাঙচুর। দলের সব পদ ছাড়লেন তপন সিকদারের ভাইপো সৌরভ (Sourav Sikdar)। কলকাতার দুই কেন্দ্র নিয়ে অস্বস্তিতে বিজেপি। আপত্তি সত্ত্বেও প্রার্থী, দাবি চৌরঙ্গীর প্রার্থী শিখা মিত্রের (Sikha Mitra)। বিজেপিতেই যোগ দিইনি, দাবি কাশিপুরের তৃণমূল বিধায়কের স্বামী তরুণ সাহার। সমন্বয়ের অভাব, মানলেন রাহুল (Rahul Sinha)। ভবানীপুরে রুদ্রনীলকে দাঁড় করিয়ে চমক দিল বিজেপি। বেহালা পশ্চিমে প্রার্থী হওয়ার পরই দেওয়াল লিখন শ্রাবন্তীর (Srabanti Chatterjee)। বরানগরে পার্নো, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা, বালিতে বৈশাল, মানিকতলায় কল্যাণ চৌবে। কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী মুকুল রায় (Mukul Roy), বীজপুরে শুভ্রাংশু। ভাটপাড়া অর্জুন-পুত্র পবন, শান্তিপুরে জগন্নাথ, বিধাননগরে সব্যসাচী, হাবড়ায় রাহুল সিনহা, রাজারহাটে শমীক (Shamik Bhattacharya)। বঙ্গের ভোটের প্রচারেও এবার পুলওয়ামা। বাটলা হাউসের প্রসঙ্গ টেনে মমতাকে আক্রমণে মোদি (Narendra Modi)। কিছু না পেয়ে সেনার আশ্রয়, খোঁচা তৃণমূলের (TMC)। ভোট লুঠ করতে বিজেপি নেতারা বেড়িয়েছে, লুঠেরা এলে হাতা-খুন্তি নিয়ে তেড়ে যান, গড়বেতায় হুঙ্কার মমতার (Mamata Banerjee)। ভোটের আগে রণক্ষেত্র নন্দীগ্রাম। দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। পায়ের ক্ষতে এখনও জমে রক্ত, গড়বেতায় নিজেই জানালেন মুখ্যমন্ত্রী। দিদির চোট লেগেছে, আমারও চিন্তা হয়, পুরুলিয়ার সভায় মন্তব্য মোদির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram