Tornado At Sagardwip : 'বিলম্বিত বর্ষায় বাতাসে আদ্রতার বাড়বাড়ন্ত টর্নেডো সৃষ্টির কারণ', মত আবহাওয়াবিদ রামকৃষ্ণ দত্তের
Continues below advertisement
সাগরদ্বীপের (Sagardwip) কাছে হুগলি (Hooghly) নদীর উপর টর্নেডো (Tornado)। টর্নেডো ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়। একাধিক টর্নেডো সৃষ্টি হয় নদীর উপর। পরে নদীতেই মিলিয়ে যায় টর্নেডোগুলি। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ৩০ মিনিট ধরে স্থায়ী হয়েছিল টর্নেডোগুলি। এই প্রসঙ্গে আবহাওয়াবিদ রামকৃষ্ণ দত্ত বলেন, ‘বর্ষা আসার আগে এই ধরনের টর্নেডো তৈরি হওয়া স্বাভাবিক নয়। দেরিতেই প্রবেশ করছে বর্ষা। যার ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বাতাসে আদ্রতার পরিমাণ প্রচুর হয়ে গেছে। এর কারণেই এই ধরনের টর্নেডো দেখা যাচ্ছে।’
Continues below advertisement
Tags :
ABP Ananda Sagar ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla South 24 Pargana Weather Report Tornado Hooghly River