UGC New Guideline: কলেজ-বিশ্ববিদ্যালয়ে সূচি বাঁধল ইউজিসি, ৩০ সেপ্টম্বরের মধ্য়ে ভর্তি প্রক্রিয়া শেষের নির্দেশ
করোনা-আবহে এবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে সূচি বাঁধল ইউজিসি (UGC)। চলতি বছরে ভর্তি শেষ করতে হবে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে। চূড়ান্ত পরীক্ষা শেষ করতে হবে ৩১শে অগাস্টের মধ্যে। স্নাতক ও স্নাতকোত্তরের ক্লাস শুরু করতে হবে ১ অক্টোবরের মধ্যে।
মঙ্গলবার মাধ্যমিকের রেজাল্ট। সকাল ৯টায় আনুষ্ঠানিক ফল প্রকাশ। ১০টা থেকে ওয়েবসাইটে ফল। ফল প্রকাশের দিনই অভিভাবকদের হাতে দেওয়া হবে মার্কশিট। প্রকাশিত হবে না মেধাতালিকা। আজ রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রাস। করোনা কালে প্রথম পরীক্ষাকেন্দ্রে হাজির হয়ে পরীক্ষা দেবেন ৯২ হাজারের বেশি পরীক্ষার্থী। রেল, মেট্রো, স্টাফ স্পেশালে মিলবে ছাড়।
চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউয়ের (Third Wave Of Corona) আশঙ্কা। এই অবস্থায় নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পল জানালেন, সংক্রমণের (Corona Infection) গতি কিছুটা কমলেও, করোনা প্রতিরোধের ক্ষেত্রে আগামী ১০০ থেকে ১২৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুঁকি এখনও কাটেনি বলে জানিয়েছে আইসিএমআর-ও (ICMR)। এই পরিস্থিতিতে করোনা বিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।