Kolkata: মালগাড়ির তলা দিয়ে পারাপারের সময় বালিকার মৃত্যু, অগ্নিগর্ভ ব্রেসব্রিজ স্টেশন
মালগাড়িতে চাপা পড়ে বালিকার মৃত্যুতে রণক্ষেত্রের পরিস্থিতি ব্রেসব্রিজ স্টেশনে। দাঁড়িয়ে থাকা মালগাড়ির তলা দিয়ে পারাপারের সময় দুর্ঘটনা। আচমকা মালগাড়ি চলতে শুরু করায় কাটা পড়ে বালিকার মৃত্যু হয়। আর এরপরই রীতিমতো তাণ্ডব চলে স্টেশনে।
অন্যদিকে, বিধানসভায় জবাবি ভাষণে জাতীয় মানবাধিকার কমিশন ও বিজেপির (BJP) কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর দাবি, জাতীয় মানবাধিকার কমিশন বিজেপির সক্রিয় সদস্য হয়ে কাজ করছে। তাঁর আরও দাবি, যিনি মানবাধিকার কমিশনে দায়িত্বে আছেন তিনি বিজেপির সক্রিয় সদস্য। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচন কমিশন মদত না দিলে রাজ্যে বিজেপি ৩০টা আসনও পেত না। মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Shah) বিজেপি যা বলেছেন, কমিশন সেই মতো কাজ করেছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা কোনও ধমকানি-চমকানিতে ভয় পায় না বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্য চলছে জঙ্গলের রাজত্ব। মমতা জানান, বিধানসভা ভোট হয়েছিল আট দফায়। 'খেলা হবে' স্লোগান দিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। তাঁর ঘোষণা, আগামী দিনে গোটা রাজ্যে খেলা হবে দিবস পালন হবে। কবে তা পালন হবে তা পরে জানানো হবে বিধানসভায়।