Upper Primary Appointment:  নিয়ম মেনে 'প্রকাশ হয়নি' তালিকা, উচ্চ প্রাথমিকে নিয়োগে স্থগিতাদেশ হাই কোর্টের

Continues below advertisement

হাইকোর্টে রাজ্য সরকারের ধাক্কা। উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ  দিল কলকাতা হাইকোর্ট। স্থগিতাদেশ দিলেন বিচারপতি অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল রাজ্য। নিয়ম মেনে তালিকা প্রকাশ হয়নি বলে অভিযোগ করে মামলা দায়ের হয়েছিল। আগামী শুক্রবার বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোটা নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ বহাল থাকবে। 

স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন চাকরি প্রার্থীরা। এক চাকরি প্রার্থী জানিয়েছেন, "আমাদের মোট তিনটি অভিযোগ। আগের তালিকায় আমার নাম থাকলেও নতুন তালিকায় আমার নাম নেই। আমার থেকেও কম নম্বর পেয়ে নতুন তালিকায় জায়গা পেয়েছেন অনেকেই। এছাড়াও ৭ বছরের ভ্যাকান্সি আপডেট করা হয়নি।" অন্য এক চাকরি প্রার্থী জানিয়েছেন, "আমার ২০১৬ সালে আপার প্রাইমারি ইন্টারভিউ লিস্টে নাম ওঠে। ইন্টারভিউয়ের পরে ফাইনাল মেরিট লিস্টেও নাম ছিল। কিন্তু এই বছর আর কোন তালিকায় আমার নাম দেখা যায়নি।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, পুজোর আগেই উচ্চ প্রাথমিক ও প্রাথমিকে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। পুজোর পরে প্রাথমিকে নিয়োগ করা হবে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক। মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুজোর আগে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এই সময়ের মধ্যে প্রাথমিকে নিয়োগ হবে সাড়ে ১০ হাজার শিক্ষক। পুজোর পর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত, প্রাথমিকে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram