Visva Bharati University: ফি বৃদ্ধি থেকে সাসপেনশন, একাধিক অভিযোগে বিক্ষোভ বিশ্বভারতীতে

Continues below advertisement

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) সেন্ট্রাল অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন গবেষণারত ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, পিএইচডি (Ph.D) করার যে বাৎসরিক ফি ছিল তা ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪০০ টাকা করা হয়েছে, এমফিলের (M.Phill) ফি বৃদ্ধি হয়েছে ১১০০ টাকা। পাশাপাশি বেশ কয়েকজন ছাত্রকে অন্যায়ভাবে সাসপেন্ড (Suspend) করা হয়েছে – কর্তৃপক্ষের বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয়েছেন ছাত্রছাত্রীরা। যদিও গোটা ঘটনায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

অন্যদিকে, আজ আনন্দপুর থানা (Anandapur Police Station) এলাকা থেকে উদ্ধার হয় ১৬টা তাজা বোমা। গ্রেফতার ৪ দুষ্কৃতী। জানা যাচ্ছে, সূত্র মারফত খবর পেয়ে আনন্দপুর থানার পুলিশ। পুলিশের দাবি, বোমা বিস্ফোরণের খবর পেয়ে গতকাল আনন্দপুর থানার গুলশন কলোনিতে পৌঁছয় পুলিশ। তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে উদ্ধার হয় ১৬টা তাজা বোমা। কী কারণে বোমা মজুত করা হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে। অনুমান, ওখানেই বসে বোমাগুলি বানানো হয়েছে। টেস্টিংয়ের জন্য যখন বোমা ফাটানো, তখনই বিস্ফোরণ ঘটে বলে অনুমান। আশেপাশের লোকজন সেই আওয়াজ পেয়ে পুলিশকে খবর দেন। বোমাগুলিকে নিষ্ক্রিয় করে ফরেন্সিক পরীক্ষা (Forensic Test) করা হবে। জানা যাচ্ছে, ধৃতদের আজই আদালতে তোলা হবে। যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলে তদন্তকারী সূত্রে খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram