Plastic Factory Agitation: ডোমজুড়ে পাইপ তৈরির কারখানায় হঠাৎ অসুস্থ ৩ শ্রমিক, মালিককে ঘিরে বিক্ষোভ

Continues below advertisement

ডোমজুড়ে (Domjur) পায়রাটুনি গ্রামে প্লাস্টিকের পাইপ তৈরির কারখানায় তিন শ্রমিকের (Labor) অসুস্থতা ঘিরে উত্তেজনা। কারখানা বন্ধ রেখে মালিককে ঘিরে বিক্ষোভ (Agitation) দেখানো হয়। বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, প্লাস্টিকের পাইপ তৈরিতে ব্যবহৃত রাসায়নিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই তিন কর্মী। তাদের স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তবু অবস্থার উন্নতি না হওয়ায় বাধ্য হয়ে তাঁদের ২ জনকে কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College and Hospital) ভর্তি করা হয়েছে। অন্য আরেকজন বেসরকারি হাসপাতালে (Private Hospital) চিকিত্সাধীন। এলাকার দূষণ ছড়ানোর অভিযোগে কারখানার (Factory) দরজার সামনে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্য শ্রমিকরা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই কারখানার মালিক। তাঁর বক্তব্য, তারা নামী ব্র্যান্ডের রাসায়নিক ব্যবহার করে পাইপ তৈরি করেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram