Higher Secondary Exam Result: কাল উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, মার্কশিট পাওয়া যাবে শুক্রবার
করোনা আবহে মাধ্যমিকের মতো এবছর বাতিল হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। বিগত পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে বিশেষ ফর্মুলায় তৈরি হয়েছে ফল। সেই ফলই প্রকাশিত হবে বৃহস্পতিবার। উচ্চমাধ্যমিক শিক্ষা সসংসদ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ৩টেয় উচ্চমাধ্যমিকের আনুষ্ঠানিত ফলপ্রকাশ। বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীরা wb12.abplive.com ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন।
এবার যেহেতু অ্যাডমিট কার্ড এখনও পরীক্ষার্থীরা পাননি, তাই রেজিস্ট্রেশন নম্বর দিয়েই ওয়েবসাইটে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।
গত বছর তিনদিনের পরীক্ষা বাকি থাকতেই বাতিল হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার করোনা সংক্রমণের জেরে পুরো পরীক্ষাই বাতিল হয়েছে। স্বাভাবিকভাবেই পরীক্ষার কয়েকদিন আগে স্কুলে স্কুলে অ্যাডমিট কার্ড পাঠানোর যে রেওয়াজ, তা এবার সম্ভব হয়নি। উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ফলপ্রকাশের পরদিন অর্থাত্ আগামী ২৩ জুলাই সকাল ১১টা থেকে স্কুলগুলিকে মার্কশিট সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে। পরীক্ষা বাতিল হওয়ার কারণে এবার উচ্চমাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে না।