East Bengal Club: সাপোর্টার, ইনভেস্টর, ক্লাবকর্তারা বসে বিষয়টি মিটিয়ে নিলে ভাল হবে, ইস্টবেঙ্গলের পরিস্থিতি নিয়ে মন্তব্য মেহতাবের

Continues below advertisement

ISL-এ ইস্টবেঙ্গলের খেলা ঘিরে অনিশ্চয়তা। ইনভেস্টর-ক্লাব কর্তৃপক্ষ বিরোধ। ক্লাবের সামনে সমর্থকদের বিক্ষোভ। বচসা, হাতাহাতিতে জড়ালেন সমর্থকরা। ময়দানে বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের মারধর করেছে অপর পক্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। দু'পক্ষকে দু'দিকে রাখা হয়। 

বিক্ষোভ নিয়ে প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন বলেন, "এই বিষয়টি দেখতে খুব একটা ভাল লাগছে না। খুবই বাজে লাগছে। কারণ এই ক্লাবে প্রায় ১০ বছর খেলেছি। খুবই দুঃখজনক ঘটনা। আমার মনে হয় সাপোর্টার, ইনভেস্টার এবং ক্লাব অফিসিয়ালরা বসে বিষয়টি মিটিয়ে নিলে সবার জন্য ভাল হবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram