TMC: বেলঘরিয়ায় পর পানিহাটি, ফের উত্তর ২৪ পরগনায় তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি

Continues below advertisement

বেলঘরিয়ার পর পানিহাটি (Panihati), ফের উত্তর ২৪ পরগনায় তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। গতকাল রাতে দুটি বাইকে চড়ে এসে দুষ্কৃতীরা পানিহাটির বিবিবাগান মোড়ে বিটি রোডের উপর তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। পরপর তিনটি বোমা ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এলাকায় আতঙ্ক ছড়ায়। রাতেই ঘটনাস্থলে যায় খড়দা থানার পুলিশ। কী কারণে হামলা, খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, করোনা (Corona) বিধি অগ্রাহ্য করে তারস্বরে সাউন্ড বক্স বাজিয়ে নাইট ক্লাবে উদ্দাম নাচ-গান। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। পার্ক স্ট্রিটের (Park Street) অভিজাত হোটেল থেকে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, করোনা বিধির তোয়াক্কা না করে হোটেলের নাইট ক্লাবে গভীর রাত পর্যন্ত চলছিল পার্টি। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এরপরই বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মার্সিডিজ-সহ দুটি গাড়ি ও অন্যান্য সামগ্রী। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram