Weather Live: রাতভর বৃষ্টিতে জলবন্দি কলকাতার একাধিক বিস্তীর্ণ এলাকা, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস
২ থেকে ৩ ঘণ্টার মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হবে বৃষ্টি। হাওড়া, হুগলি, বাঁকুড়াতেও বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে কাল রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা। সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিটে জল। জলবন্দি সাদার্ন অ্যাভিনিউয়ের বেশ কিছু অংশও। পঞ্জাব থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বৃষ্টি চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
জল থইথই বেহালা, পার্ক সার্কাস। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শহরে ভারী বৃষ্টি হয়েছে। মানিকতলায় বৃষ্টি হয়েছে ৭৭ মিলিমিটার। বেলগাছিয়ায় বৃষ্টি হয়েছে ৮২ মিলিমিটার। উল্টোডাঙায় বৃষ্টি হয়েছে ৮৪ মিলিমিটার। কালীঘাটে বৃষ্টি হয়েছে ১৬৮ মিলিমিটার। বেহালা ফ্লাইং ক্লাবে বৃষ্টি হয়েছে ১৬৩ মিলিমিটার।