Weather Update: ২-৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ২-৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রবিবার বিকেলে ও সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রপাত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।
ব্যাঙ্ক কর্মীদের জন্য দফতরেই ভ্যাকসিনের ব্যবস্থা। এসবিআই অফিসার্স অ্যাসোসিয়েশনের দক্ষিণ ২৪ পরগনা সার্কেলের উদ্যোগে ব্যাঙ্কের চৌরঙ্গি শাখায় রবিবার আয়োজন করা হয় ভ্যাকসিনেশন ক্যাম্পের। স্থায়ী, অস্থায়ী মিলিয়ে প্রায় ২০০ জন ব্যাঙ্ক কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেওয়া হয় কোভিশিল্ডের ডোজ। কলকাতায় এটি স্টেট ব্যাঙ্কের পঞ্চম ভ্যাকসিনেশন ক্যাম্প। এছাড়াও, এসবিআই-এর তরফে বিভিন্ন জেলায় কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফে অসিতাভ কুণ্ডু জানিয়েছেন, "চলতি বছরের অগাস্ট - সেপ্টেম্বর মাসে করোনাভাইরাস সংক্রমণের থার্ড ওয়েভ আসতে চলেছে। সরকার অনুমতি দিলে আমরা ১৮ বছরের কম বয়সীদেরও ভ্যাকসিন দিতে পারি। যাঁদের ভ্যাকসিন কেনার সাধ্য নেই আমরা সেই সব মানুষকেও ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেব।"