West Bardhaman: জৈব সারেই বাজিমাত! পচা গরমে কাশ্মীরি আপেল ফলিয়ে শিরোনামে বর্ধমানের বাসিন্দা

Continues below advertisement

জাপানের জাতীয় ফল পার্সিমন থেকে কাশ্মীরি আপেল। নিজের জমিতে বাহারী ফল চাষ করে বাজিমাত পশ্চিম বর্ধমানের কাঁকসার বাসিন্দা হরিসাধন গরাইয়ের! গরমের মধ্যে শীতপ্রধান এলাকার ফসল ফলিয়েছেন কঠোর পরিশ্রমে। বিদেশি ফলের পাশাপাশি তাঁর বাগানে রয়েছে গন্ধরাজ লেবু, পেয়ারা, কাঁঠাল সহ বিভিন্ন দেশীয় ফলও রয়েছে। হরিসাধন জানান, রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করছেন তিনি। তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছেন কৃষি দফতরের আধিকারিকরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram