COVID Update: সব রেকর্ড ছাপিয়ে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৫৭ জন করোনা আক্রান্তের মৃত্যু

Continues below advertisement

করোনায় (Corona) একদিনে দুই ভয়ঙ্কর রেকর্ড। মৃত্যুমিছিল। ছত্রভঙ্গ অসংখ্য পরিবার। বিশ্বরেকর্ড গড়ে ভারতে (India) প্রথমবার ভারতে একদিনে মৃত্যু হল সাড়ে ৪ হাজারেরও বেশি নাগরিকের। আর একইদিনে প্রথমবার বাংলায় ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হল ১৫০-রও বেশি মানুষের। এনিয়ে টানা ১৬ দিন রাজ্যে ১০০ পেরিয়ে গেল মৃতের সংখ্যা। 

গত ২৪ ঘণ্টায় বাংলায় ১৫৭ জন করোনা আক্রান্ত প্রাণ হারালেন। এর আগে একদিনে এত পরিমাণ করোনা আক্রান্তের মৃত্যু দেখেনি এরাজ্য! মঙ্গলবারও এই সংখ্যাটা ছিল ১৪৫।বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের সামান্য বেশি। মঙ্গলবারের তুলনায় যা কিছুটা কম। 
অন্যদিকে উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি রাজ্যের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গ্রাফিক্স ইন
গত এক দিনে শুধুমাত্র এই জেলাতেই নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১৭৭ জন। সেখানে কলকাতায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬১৮। 
দৈনিক মৃত্যুর নিরিখেও কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু উত্তর ২৪ পরগনাতেই মৃত্যু হয়েছে প্রায় ৫০ জন করোনা আক্রান্তের ৪৮।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram