District News : শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়, বিপর্যয় মোকাবিলায় জলে-স্থলে নজরদারি তুঙ্গে

Continues below advertisement

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আগামীকাল দুপুরে সাগরদ্বীপ ও পারাদ্বীপের মাঝে বালেশ্বরের কাছে আছড়ে পড়ার কথা। আবহাওয়া দফতরের পূর্বাভাস পূর্ব মেদিনীপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। দিঘা থেকে ক্রমশ দূরত্ব কমছে ঘূর্ণিঝড় ইয়াসের। ব্ল্যাক স্টোন দিয়ে তাজপুরে জলোচ্ছ্বাস আটকানোর চেষ্টা। 

এদিকে বিপদের আশঙ্কায় ফাঁকা দিঘা, মন্দারমণি, শঙ্কপুরের সমুদ্র সৈকত। গ্রামে গ্রামে চলছে পুলিশি নজরদারি ও সতর্কতামূলক প্রচার। সমুদ্রে টহল দিচ্ছে উপকূলবর্তী বাহিনী ও নৌসেনা। তৈরি ৯৫০টি রিলিফ সেন্টার। ঝড়ের সময় দুর্ঘটনা এড়াতে শালিমারে চাকায় চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে ট্রেনের বগি। গার্ডের কোচের হ্যান্ড পাওয়ার ব্রেকও বন্ধ করে দেওয়া হয়েছে। 

অন্যদিকে বিপর্যয় মোকাবিলায় কোভিড ও নন কোভিড দুই ধরনের রোগীর জন্য আলাদা রিলিফ সেন্টার তৈরি করছে হাওড়া পুরসভা। প্রয়োজনে হোম আইসোলেশনে থাকা করোনা রোগীদেরও প্রথমে রিলিফ সেন্টারে রাখা হবে পরে তাঁদের স্থানান্তর করা হবে কোভিড হাসপাতালে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram