West Bengal Election 2021: প্রার্থীতালিকা প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে বিজেপির অন্দরে ‘ক্ষোভ’
Continues below advertisement
প্রার্থী নিয়ে ক্ষোভ। কলকাতা (Kolkata) থেকে জেলায় বিক্ষোভ বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিজেপির হেস্টিংস পার্টি অফিসের (Hastings Party Office) সামনে। বিজেপি কর্মীদের বিক্ষোভ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বিজেপির প্রার্থীতালিকা (Candidate List) ঘোষণা হতেই দিকে দিকে বিক্ষোভের ঝড়। কোথাও পার্টি অফিসে ঝোলানো হল তালা। কোথাও তৃণমূল থেকে আসা নেতাকে দল প্রার্থী করার প্রতিবাদে পোস্টার দিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। কলকাতা থেকে হাওড়া, হুগলি থেকে দক্ষিণ ২৪ পরগনা, বিক্ষোভ সামলাতে হিমশিম খাওয়ার জোগাড় গেরুয়া শিবিরের নেতাদের। হেস্টিংসে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন খোদ বিজেপির সর্বভারতীয় নেতা শিবপ্রকাশ।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Kolkata ??? Arjun Singh BJP Party Office Hastings Mamata Banerjee Rabindranath Bhattacharya BJP’s Internal Clash BJP’s Candidate List BJP’s Clash