West Bengal Election 2021: করোনাকালে কীভাবে ভোট? প্রস্তুতি খতিয়ে দেখতে নবান্নে পুলিশ-পর্যবেক্ষকরা
Continues below advertisement
নবান্নে পৌঁছলেন পুলিশ পর্যবেক্ষকরা। মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করতে গেলেন দায়িত্বপ্রাপ্ত বিবেক দুবে (Vivek Dubey), অজয় নায়েক (Ajay Nayak)। রাজ্যের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। নির্বাচনের প্রস্তুতি নিয়ে মূলত আলোচনা হবে বলে জানা যাচ্ছে। করোনাকালে কীভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে তা খতিয়ে দেখা হবে। অন্যদিকে আজ নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দেবেন। তৃণমূল সূত্রে খবর, বেলা ১২টা ৪৫-এ নন্দীগ্রাম শিবমন্দিরে পুজো দেবেন তিনি।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Nabanna Corona Alapan Banerjee Mamata Banerjee Ajay Nayek Vivek Dubey