West Bengal Election 2021: '৩০ শতাংশ মুসলিম ইচ্ছে করলে ভারতে চারটে পাকিস্তান বানাতে পারে', নানুরে হুমকি TMC নেতার

Continues below advertisement

নানুরের (Nanur) বাসাপাড়ায় বিজেপির (BJP) মিছিলের পাল্টা মিছিল তৃণমূলের (TMC)। '৩০ শতাংশ মুসলিম ইচ্ছে করলে ভারতে চারটে পাকিস্তান বানাতে পারে। ফিরিয়ে আনতে পারে সূচপুর গণহত্যার স্মৃতি', বুধবার নানুরের মিছিল থেকে হুমকি দিলেন স্থানীয় তৃণমূল নেতা শেখ আলম (Sheikh Alam)। এর আগে মঙ্গলবার ওই এলাকায় মিছিল করে বিজেপি। দলীয় নেতার হুমকি নিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram