West Bengal Election 2021: 'বিজেপি এলে তৃণমূলের গুণ্ডাদের খুঁজে জেলে ভরা হবে', নামখানায় বললেন যোগী

Continues below advertisement

দক্ষিণ ২৪ পরগনায় নামখানায় জনসভা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি বলেন, ‘আমি বাংলার পবিত্র মাটিকে প্রণাম করছি। বাংলার মানুষের কষ্ট ভাগ করে নিতে বিজেপি (BJP) আপনাদের পাশে দাঁড়িয়েছে। বাংলা এক সময় দেশের সমৃদ্ধ রাজ্য হিসাবে পরিচিত ছিল। একে একে রাজ্যের শাসক দলগুলো বাংলার সম্মান নষ্ট করে দিয়েছে। এখানে যুবক-যুবতীরা কাজ পায় না। শিল্পক্ষেত্রে কোনও উন্নতি হয় না। শুরু তৃণমূল কংগ্রেসের (TMC) দুর্নীতি বেড়ে চলেছে। তৃণমূলের গুণ্ডারা গোটা রাজ্যে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে। বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে। তৃণমূলের দিন শেষ হয়ে এসেছে। বাংলায় বিজেপি সরকার তৈরি হবে। তৃণমূলের গুণ্ডাদের খুঁজে খুঁজে জেলে ভরা হবে। আমি আপনাদের এই আশ্বাস দিচ্ছি।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram