West Bengal Elections 2021: তৃণমূলত্যাগী BJP নেতার সভা বানচালের অভিযোগ উঠল নামখানায়, 'গোষ্ঠীদ্বন্দ্ব', বলছে TMC
Continues below advertisement
উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় তৃণমূলত্যাগী বিজেপি নেতা বাবু মাস্টারের উপর হামলার আতঙ্ক এখনও কাটেনি। এর মধ্যেই দুষ্কৃতীদের বিরুদ্ধে সভা বানচালের অভিযোগ করলেন ঘাস-ফুল থেকে সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া ডায়মন্ডহারবারের বিধায়ক। আগামী বৃহস্পতিবার নামখানার ইন্দিরা ময়দান থেকে ‘পরিবর্তন যাত্রা’-র সূচনা করবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানের প্রস্তুতি হিসাবে রবিবার ডায়মন্ডহারবারে দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে সভা করেন দীপক হালদার। দলবদলের পর বিজেপি কর্মীদের সঙ্গে এটাই ছিল তাঁর প্রথম সভা। তাঁর অভিযোগ, সভা চলাকালীন তৃণমূল ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা সভা বানচালের চেষ্টা করে।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda South 24 Pargana Mamata Banerjee Internal Clash Babu Master Dipak Halder Minakhan