West Bengal Elections 2021: এবার আসন ধরে ধরে আলোচনায় বসলেন Biman Bose-Adhir Chowdhury-রা, ২০১টি আসন নিয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত

Continues below advertisement

সংখ্যা নয়, রবিবারই প্রথম আসন ধরে ধরে আলোচনা করলেন বাম-কংগ্রেসের (Left-Congress) নেতারা। কোচবিহার থেকে পূর্ব মেদিনীপুর পর্যন্ত ২৩০টি বিধানসভা আসন নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, ২০১টি আসন নিয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত। বামেরা ১৩১ ও কংগ্রেস ৭০টি আসনে লড়বে। তবে এর মধ্যেও কয়েকটি আসন নিয়ে টানাপড়েন রয়েছে। মূলত মুর্শিদাবাদ (Murshidabad) ও পুরুলিয়ার (Purulia) আসন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই দুই জেলায় শক্তিশালী কংগ্রেস। ফলে এখানে বামেদের বেশি আসন ছাড়তে চাইছে না তারা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram