West Bengal Elections 2021: ৭ মার্চের আগেই ১৪৪টি ওয়ার্ডকে দলীয় পতাকায় সাজিয়ে তোলার নির্দেশ TMC -র
Continues below advertisement
তৃণমূল ভবনে আজ কলকাতা কেন্দ্রিক বৈঠক। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার (KMC) বিদায়ী কাউন্সিলররা। বৈঠকে যোগ দেন কলকাতার সাংসদ, বিধায়করাও। বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। আজ বৈঠকে মূলত বিজেপির ৭ তারিখের কর্মসূচির আগে সারা কলকাতার ১৪৪টি ওয়ার্ডকে তৃণমূলের পতাকা দিয়ে সাজিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তা তৃণমূলের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। তৃণমূলের তরফে বলা হয়েছে যে যেহেতু নিবার্চন এসে গিয়েছে, সেই কারণেই এই সিদ্ধান্ত।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Abhishek Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Narendra Modi Kmc Partha Chatterjee Mamata Banerjee Trinamool Bhavan TMC