State Cabinet Ministry: মুখ্যমন্ত্রীর হাতেই একগুচ্ছ দফতর, অর্থে অমিতই, দফতর বদলাল পার্থ-শোভনদেবের

Continues below advertisement

ঘোষিত হল তৃণমূলের মন্ত্রিসভার বণ্টন। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, ভূমি- ভূমিসংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি এবং উত্তরবঙ্গ উন্নয়নের দফতর সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিল্প, বাণিজ্য, তথ্য-প্রযুক্তি এবং পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং শিল্প পুনর্গঠন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), অর্থ, পরিকল্পনা ও সংখ্যতত্ত্ব মন্ত্রী অমিত মিত্র (Amit Mitra), ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতর সাধন পাণ্ডের হাতে। অন্যদিকে বন ও অপ্রচলিত শক্তি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া, বিদ্যুৎ, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবহণ ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম। দফতর বদলে এবার কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, স্কুলশিক্ষা এবং উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। আইনমন্ত্রী হলেন মলয় ঘটক, সেচ ও জলপথমন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র, কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সমবায়মন্ত্রী অরূপ রায়। খাদ্য ও গণবন্টনমন্ত্রী হলেন রথীন ঘোষ। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি, কৃষি বিপণনমন্ত্রী বিপ্লব মিত্র, জনস্বাস্থ্য ও কারিগরী মন্ত্রী পুলক রায়, বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষামন্ত্রী জাভেদ আহমেদ খান, গণশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং প্রাণীসম্পদ উন্নয়নমন্ত্রী হলেন স্বপন দেবনাথ। একইসঙ্গে শ্রম দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা, কারিগরী শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মদক্ষতা উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হুমায়ুন কবীর, মৎস্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি, পুর ও নগরোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি-ভূমিসংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram