WB Corona Cases: রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৮২, দৈনিক মৃত্যুর সংখ্যা কমে ১০
রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের (WB Corona Cases) চিত্র প্রায় অপরিবর্তিত। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৮৮২ জন। ৯ এপ্রিলের পর রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা কমে ১০। সক্রিয় রোগী কমল আরও ১৫৩ জন। সুস্থতার হার বেড়ে প্রায় ৯৮ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্তর সংখ্যা ১৫,১৬,৪৮১। মোট সুস্থের সংখ্যা ১৪,৮৫,০১৭। এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১৩,৪৮৪। সুস্থতার হার ৯৭.৩৩ শতাংশ। মৃত্যু হার ১.১৯ শতাংশ।গত ২৪ ঘণ্টায় ৫৭,০৯২ নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ১,৫০,২৯,৮৪৬ নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভিটি হার ১.৫৪ শতাংশ।
জেলাগুলির মধ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনাই। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৮৯। মৃত্যুর সংখ্যা ১। অন্যদিকে, কলকাতায় একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ৭৭। মৃত্যু হয়েছে ২ জনের। হাওড়ায় দৈনিক আক্রান্তর সংখ্যা ৩৭। দক্ষিণ ২৪ পরগনায় এই সংখ্যা ৪৪। হুগলিতে গত একদিনে আক্রান্তর সংখ্যা ৪৯। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, পূর্ব মেদিনীপুরে দৈনিক সংক্রমণের সংখ্যা ৫৭। পশ্চিম মেদিনীপুরে এই সংখ্যা ৫২, ঝাড়গ্রামে ৪৩, বাঁকুড়ায় ৫৪।