Yaas Cyclone Update: আগামীকাল সকালেই উপকূলে, বালেশ্বরের কাছে ইয়াসের ল্যান্ডফল: সঞ্জীব বন্দ্যোপাধ্যায়
Continues below advertisement
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjib Banerjee) আজ ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান, "ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) পারাদ্বীপ থেকে ২২০ কিমি দূরে অবস্থান করছে। দিঘা থেকে ৩২০ কিমি দূরে অবস্থান। আগামী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৬ তারিখ সকালে পৌঁছে যাবে ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে। পারাদ্বীপ ও সাগরের মাঝে আছড়ে পড়বে ইয়াস। আগামীকাল বালেশ্বরের কাছে হবে ল্যান্ডফল।"
Continues below advertisement
Tags :
Heavy Rain Alipore Meteorological Department Sanjib Banerjee Yaas Cyclone Yaas Cyclone In Bengal Yaas Cyclone Latest Updates Yaas Cyclone Live Yaas Cyclone Disaster Yaas Cyclone Calamities NDRF On Yaas Cyclone Yaas Cyclone News Updates Yaas Cyclone Preparation IMD On Yaas Cyclone Cyclone Yaas. Yaas Cyclone Update