খুব ক্ষতিকারক স্টায়রিন গ্যাস, লক্ষণ অনুযায়ী চিকিৎসা বাঞ্ছনীয়, জানালেন ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ সৌরভ কোলে
Continues below advertisement
বিশাখাপত্তনমে গ্যাস লিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ সৌরভ কোলের মতে,এই স্টায়রিন গ্যাস অত্যন্ত ক্ষতিকারক। চোখ ও গলা জ্বালা থেকে শুরু হতে পারে শ্বাসকষ্ট ও স্নায়ুজনিত সমস্যা। তিনি আরও জানান, এই গ্যাস পশুদের ক্ষেত্রেও সমান ক্ষতিকারক। তবে জলে ভেজানো মাস্ক পরলে কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা বলে জানান সৌরভবাবু।
Continues below advertisement
Tags :
Pharmaceutical Factory Evacuating Breathing Problem AP Styrene Gas Gas Leak NDRF Abp Ananda India Death Hospitalized Visakhapatnam