Adtiya L-1: আদিত্য এল ওয়ানের সফল উৎক্ষেপণ, ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা কলকাতার BITM-র

Continues below advertisement

Adtiya L-1: আদিত্য এল ওয়ানের উৎক্ষেপণ ঘিরে শনিবার সকাল থেকে দেশজুড়ে ছিল উন্মাদনা। সবার চোখ ছিল সোশাল মিডিয়ার লাইভ স্ট্রিমিং-এ। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছিল কলকাতার BITM। চাঁদের কোলে যখন ঘুমের দেশে পাড়ি দেবে ল্যান্ডার ও রোভার, তখন নিদ্রাহীনভাবে সূর্যের দিকে পাড়ি দেবে আদিত্য।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram