Sujan Chakraborty on Sedition Law: 'এই আইনের শক্তিতে ভারতকে কারাগারে পরিণত করছে কেন্দ্র', সুপ্রিম-প্রশ্নে সহমত সুজন

Continues below advertisement

রাষ্ট্রদ্রোহ আইন আসলে একটি ঔপ্যনিবেশিক আইন। ব্রিটিশরা এটিকে স্বাধীনতা সংগ্রামীদের দমন করার জন্য ব্যবহার করত। মহাত্মা গান্ধী, বালগঙ্গাধর তিলকের বিরুদ্ধেও এই আইন প্রয়োগ করা হয়েছিল। স্বাধীনতার ৭৫ বছর পরেও কি এই আইনের কোনও প্রয়োজন আছে।  কেন্দ্রের উদ্দেশে প্রশ্ন সুপ্রিম কোর্টের। রাষ্ট্রদ্রোহ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলার শুনানির সময় এই প্রশ্ন করে সুপ্রিম কোর্ট।

এই নিয়ে সিপিএম (CPM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যা বলেছে তা ১০০ ভাগ যথার্থ। এই আইনের শক্তিতে ভারতকে কারাগারে পরিণত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এটা কখনওই মেনে নেওয়া যায় না। এটা বিপজ্জনক। এটা গণতন্ত্র সম্মত নয়।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram