Sukanta Majumdar:ঝাড়খণ্ডের পরে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার,একই হতে পারে বাংলাতেও,হুঙ্কার সুকান্তর
ABP Ananda LIVE: 'আমাদের বিরোধিরা সবসময় চেষ্টা করে বিজেপির(BJP) বিরোধিতার পর্দার আড়ালে নিজেদেরকে লুকোবার এবং এভাবে বাঁচা যায় না'। 'এর আগে দিল্লির (Delhi)উপ মুখ্যমন্ত্রী গ্রেফতার হয়েছে, বেশ কয়েকমাস ধরে জেলের ভেতরে রয়েছে', মন্তব্য সুকান্তর। গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল ইডি । উপমুখ্যমন্ত্রীর পর গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী । আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের (Jharkhand)পর দিল্লি, গ্রেফতার আরও এক বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রী। দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজের পরই গ্রেফতার কেজরিওয়াল। আবগারি দুর্নীতি: আগেই গ্রেফতার দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। আবগারি দুর্নীতি: আগেই গ্রেফতার আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ। আবগারি দুর্নীতি: আগেই গ্রেফতার কেসিআর-কন্যা কে কবিতা। দিল্লিতে ২০২১-২২ সালের আবগারি নীতির মাধ্যমে মদ ব্যবসায়ীদের বিশেষ সুবিধে। বিশেষ সুবিধের বিনিময়ে মোটা টাকা নেওয়ার অভিযোগ আপের বিরুদ্ধে । রাহুল গান্ধীর কংগ্রেসের জোট বেধে নরেন্দ্র মোদির বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন অরবিন্দ কেজিওয়াল। দিল্লি, হরিয়ানা, গোয়া, গুজরাত, হরিয়ানা । ও চণ্ডীগড়ে কংগ্রেসের জোট করে বিজেপির বিরুদ্ধে লড়ছে আম আদমি পার্টি। শুধু পাঞ্জাবে তারা একে অপরের বিরুদ্ধে লড়ছে। বর্তমানে দিল্লি ও পাঞ্জাব দুই রাজ্য়ে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি।