Gosaba: নদীর ধারে বাঘের পায়ের ছাপ! কুলতলির পর এবার আতঙ্ক গোসাবায় | Bangla News

Continues below advertisement

কুলতলির পর এবার গোসাবায় (Gosaba) বাঘের আতঙ্ক। বারবার জায়গা পরিবর্তন করছে বাঘ। চরঘেরী থেকে পরশমণি হয়ে, ৪ নম্বর মিত্রবাড়ি এলাকায় বাঘটির (Royal Bengal Tiger) অবস্থান বলে বনদফতর সূত্রে জানা যাচ্ছে। নদীর ধারে বাঘের পায়ের ছাপ, গ্রামবাসীদের মধ্যে ছড়াচ্ছে আতঙ্ক। পটকা ফাটিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা। চলছে নেট দেওয়ার কাজ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram