Supreme Court On Da: বকেয়া DA নিয়ে 'নতুন নির্দেশ' সুপ্রিম কোর্টের। কী জানাল শীর্ষ আদালত?
ABP Ananda Live: '৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%'। '২৭ জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%'। 'বকেয়া DA-র জন্য সরকারি কর্মীদের অন্ততকাল অপেক্ষায় রাখা যাবে না'। DA মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ অগাস্ট পরবর্তী শুনানি।
অডিও রেকর্ডিং প্রকাশ করে পুলিশের তত্ত্ব খারিজ চাকরিহারা শিক্ষকদের, অন্তঃসত্ত্বা মহিলার আটকে পড়ার অভিযোগ অস্বীকার
এবার অডিও রেকর্ডিং প্রকাশ করে পুলিশের তত্ত্ব খারিজ চাকরিহারা শিক্ষকদের। অন্তঃসত্ত্বা মহিলার আটকে পড়ার অভিযোগ অস্বীকার। পুলিশের অভিযোগ অস্বীকার চাকরিহারা শিক্ষকদের। 'বিকাশ ভবনে ঘেরাওয়ের দিন অন্তঃসত্ত্বা মহিলা আটকে পড়েছিলেন, দাবি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের। 'কোনও অন্তঃসত্ত্বা মহিলাকে আটকানো হয়নি', পুলিশই গেট বন্ধ করে দিয়েছিল, পাল্টা দাবি চাকরিহারা শিক্ষকদের। অন্তঃসত্ত্বা মহিলার সঙ্গে কথোপকথনের রেকর্ডিং শুনিয়ে দাবি আন্দোলনকারীদের।