নির্ভয়া মামলার শুনানিতে আজ কেন্দ্রের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট
নির্ভয়া মামলার শুনানিতে আজ কেন্দ্রের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। এর আগে নির্ভয়া মামলার চার দণ্ডিতকে আলাদা আলাদা ফাঁসি দেওয়ার আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্র। এই আপিলের প্রেক্ষিতে ওই চারজনকে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। আদালতে কেন্দ্রের আবেদন, মৃত্যুদণ্ড থেকে বাঁচতে বিভিন্ন আইনি প্রক্রিয়ার সাহায্য নিয়ে সুযোগের অপব্যবহার করছে দণ্ডিতরা।অন্যতম অপরাধী পবন গুপ্তর সামনে এখনও আইনি পথ খোলা রয়েছে। এর জেরেই থমকে রয়েছে বাকি দণ্ডিতদের ফাঁসি।