Supreme Court On EWS : আর্থিকভাবে দুর্বলদের ১০ শতাংশ সংরক্ষণে সুপ্রিম কোর্টের সবুজ সঙ্কেত
Continues below advertisement
আজ আর্থিকভাবে দুর্বলদের সংরক্ষণ ইস্যুতে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। আর্থিকভাবে দুর্বলদের ১০ শতাংশ সংরক্ষণে সুপ্রিম কোর্টের সবুজ সঙ্কেত । ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের মধ্যে ৩ বিচারপতি সংরক্ষণের পক্ষে। বিচারপতি দীনেশ মাহেশ্বরী, বেলা এ ত্রিবেদী, জে বি পর্দিওয়ালা সংরক্ষণের পক্ষে। বিচারপতি এস রবীন্দ্র সংরক্ষণের বিরুদ্ধে রায় দিলেন। সংরক্ষণের বিরুদ্ধে মত প্রধান বিচারপতি ইউ ইউ ললিতেরও। গত সেপ্টেম্বরে শুনানির পর রায় সংরক্ষিত রেখেছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ।
Continues below advertisement
Tags :
Supreme Court Verdict Supreme Court EWS Reservation ABP Ananda EWS EWS Quota Upper Caste Reservation