Surekha Sikri Demise: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি
প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি (Surekha Sikri)। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ২০২০-তে তাঁর ব্রেন স্ট্রোকও হয়েছিল। ১৯৭৮ সালে অভিনয়ের দুনিয়ায় পা রাখেন তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সুরেখা সিক্রি। তাঁর প্রথম ছবি ছিল ‘কিসসা কুর্সি কা’। ‘তমাস’, ‘মাম্মো’, ‘বধাই হো’-তে তাঁর অভিনয় ভোলার নয়। টেলি-ধারাবাহিক 'বালিকা বধূ'তেও তাঁর অভিনয় বিপুল জনপ্রিয়তা পায়।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda LIVE Ajker Khobor Bangla Khabar Bangla News Bengali News Surekha Sikri 16 July News Surekha Sikri Passes Away Death Of Surekha Sikri Actress Surekha Sikri Surekha Sikri Dies