সুশান্ত মৃত্যু মামলা: মিতু-রিয়াকে মুখোমুখি বসিয়ে হতে পারে জিজ্ঞাসাবাদ

Continues below advertisement
সুশান্ত-মৃত্যু মামলায় ফের জিজ্ঞাসাবাদ রিয়াকে| লাগাতার চতুর্থদিন রিয়াকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের| আড়াই ঘণ্টার বেশি সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ| মাদক-যোগ, সুশান্তর সঙ্গে মনোমালিন্য নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ
আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ, খবর সূত্রের| সুশান্তর মুম্বইয়ের বাড়িতে সিবিআই| সুশান্তর বোন মিতুরও বয়ান আজই নিতে পারে সিবিআই| মিতু-রিয়াকে মুখোমুখি বসিয়ে হতে পারে জিজ্ঞাসাবাদ| রিয়ার সঙ্গে সিবিআইয়ের মুখোমুখি শৌভিকও| রিয়া-শৌভিক ছাড়াও হাজির রজত মেওয়ানি, নীরজ, কেশব| মাদক-যোগ তদন্তে গৌরবকে সমন পাঠিয়েছিল সিবিআই| আছেন সিদ্ধার্থ পিঠানি এবং শ্রুতি মোদি| গত তিনদিনে ২৫ ঘণ্টায় ১০০ প্রশ্ন রিয়াকে: সূত্র|
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram