Stalin On Niti Aayog : নীতি আয়োগের বৈঠক বয়কট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর, 'বাজেটে বঞ্চনা..'
Stalin boycott Niti Aayog meet: বাজেটে বঞ্চনার প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক বয়কট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর। 'কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট প্রতিহিংসাপরায়ণ। যাঁরা বিজেপিকে বয়কট করেছেন, বাজেটে তাদের বঞ্চনা করা হয়েছে। যাঁরা INDIA জোটকে ভোট দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হয়েছে। তামিলনাড়ুকেও লাগাতার অসম্মান করে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার', বৈঠক বয়কট করে X হ্যান্ডলে পোস্ট এম কে স্ট্যালিনের।
বাজেটে বঞ্চনার অভিযোগ, প্রতিবাদ জানিয়েও নীতি-বৈঠকে মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর পৌরহিত্যে নীতি আয়োগের বৈঠকে যোগ মমতার। INDIA জোটের ৬ মুখ্যমন্ত্রী যোগ না দিলেও বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী। বলতে দিলে বলব, না হলে প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আসব, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 'বাজেটের আগেই নীতি-আয়োগের বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সবাই মিলে আগে সিদ্ধান্ত নিলে, অন্যকিছু ভাবতাম, বলেছেন মুখ্যমন্ত্রী।
নীতি-আয়োগের বৈঠক নিয়ে জোটেই সমন্বয় নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলা-বিহার ভাঙার চক্রান্তের অভিযোগে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি-আয়োগের বৈঠক নিয়ে জোটে 'বিভাজন'। জোটে অনৈক্য নেই, সমন্বয়ের অভাবকেই দায়ী করেও বার্তা মমতার। নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও, দাবি মমতার। ABP Ananda LIVE