Tanishq: প্যারিস ওট কুচিরো উইক ২০২৪-এ আত্মপ্রকাশ করল তনিশক-এর এনচ্যান্টেড ট্রেলস কালেকশন | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: প্যারিস ওট কুচিরো (Haute couture) উইক ২০২৪-এ আত্মপ্রকাশ করল তনিশক-এর এনচ্যান্টেড ট্রেলস কালেকশন। গ্লোবাল ফ্যাশনের রাজধানী প্য়ারিসে তনিশকের লেটেস্ট কালেকশন যেন শুধু গয়না নয়। যেকোনও ফ্য়াশেনিস্তার সিন্ধুকের সম্পদ।

বয়ে চলা নদী হোক কিংবা সদ্য় ফোটা ফুল। ভোরের আলো হোক কিংবা হেমন্তের ঝরা পাতা।এ শুধু অলঙ্কার নয় যেন প্রকৃতির প্রতিরূপ । প্রকৃতির সৌন্দর্যের অসীম ভাণ্ডারে লুকিয়ে থাকা এসব মণি-মুক্তোই অনুপ্রেরণা । প্যারিস ওট কুচিরো (Haute couture) উইক ২০২৪-এ আত্মপ্রকাশ করল তনিশক-এর এনচ্যান্টেড ট্রেলস কালেকশন।  
ভারতীয় নৈপুণ্য়ে মিলেমিশে একাকার । তনিশক-এর নতুন মনমুগ্ধকর কালেকশন। ২০২১ সালে প্যারিস ওট কুচিরো (Haute couture) উইকে আত্মপ্রকাশকারী প্রথম ভারতীয় মহিলা ডিজাইনার বৈশালী শাদাঙ্গুলে। তাঁর সহযোগিতাতেই এ অমোঘ সৃষ্টি। তনিশকের গয়নার ভিস্যুয়াল । গ্লোবাল ফ্যাশনের রাজধানী প্য়ারিসে তনিশকের লেটেস্ট কালেকশন যেন শুধু গয়না নয়..যেকোনও ফ্য়াশেনিস্তার সিনদুকের সম্পদ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola