Tarakeshwar Puja: তারকেশ্বরে মহাদেবকে জল নিবেদন করতে লক্ষাধিক ভক্তের ভিড়

Continues below advertisement

বাংলা পঞ্জিকা মতে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। তারকেশ্বরে মহাদেবকে জল নিবেদন করতে লক্ষাধিক ভক্তের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে গোটা তারকেশ্বর এলাকা। 

বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বর মন্দির পর্যন্ত যান পুণ্যার্থীরা। প্রায় ৩০ কিলোমিটার রাস্তা বাঁক কাঁধে "ভোলে বাবা পার করেগা" আওয়াজ তুলে হেঁটে চলে লক্ষ লক্ষ ভক্ত। 

লাইন দিয়ে দাঁড়িয়ে মন্দিরের গর্ভগৃহের সামনে রাখা চোঙের মাধ্যমে জল ঢেলে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায় ভক্তদের। এবছরও গর্ভগৃহে প্রবেশে নিষিদ্ধ রয়েছে। মহাদেবকে জল নিবেদন করতে হচ্ছে চোঙার মাধ্যমে। 

পুণ্যার্থীদের সুরক্ষার কথা ভেবে গোটা তারকেশ্বর চত্বরে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে পুলিশ প্রশাসন। গোটা তারকেশ্বর এলাকা সিসিটিভিতে চলছে ২৪ ঘন্টা নজরদারি। তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধপুকুরে রাখা হয়েছে স্পিড বোট, রয়েছে অগ্নিনির্বাপণ ব্যবস্থা।

পাশাপাশি গোটা মাস জুড়ে প্রত্যেক সপ্তাহের রবিবার ও সোমবার ৬ জোড়া করে স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেলওয়ে।

দমদম থেকে তারকেশ্বরে মহাদেবের মাথায় জল ঢালতে এসেছেন পুণ্যার্থীরা।

 

এবারে দুটি অমাবস্যার কারণে শ্রাবণ মাসকে "মল মাস" বলে উল্লেখ আছে পঞ্জিকায়। তবে শ্রাবণ মাস মল মাস হলেও ভক্তেরা আশাপূরণের উদ্দেশেই ছুটে ছুটে আসছেন তারকেশ্বরে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram