বিমানে ফিরলে পরীক্ষা, ট্রেনে ফিরলে নয় কেন? উঠছে প্রশ্ন
Continues below advertisement
সোমবার ১৬৯ জন ভারতীয়কে নিয়ে ঢাকা থেকে কলকাতায় ফেরে বিশেষ বিমান।এই বিমানে ফিরেছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যয়ের ছেলেও। বিমানবন্দর সূত্রে খবর, ১০৫ জনকে কোয়ারান্টিনে রাখা হয়। বাকি ৬৪ জন হোটেলে কোয়ারান্টিনে থাকবেন। ১৬৯ জনের লালারসের পরীক্ষা হবে বলে জানা গিয়েছে বিমান বন্দর সূত্রে।
অন্যদিকে, সোমবারই হায়দরাবাদ ও বেঙ্গালুরু থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে মালদা পৌঁছয় বিশেষ ট্রেন। ট্রেন থেকে নামার পর একে একে সবার থার্মাল স্ক্রিনিং করা হয়। তাঁদের বলা হয় হোম কোয়ারান্টিনে থাকতে। তবে তাঁদের কারও লালারসের পরীক্ষা হয়নি।
অন্যদিকে, সোমবারই হায়দরাবাদ ও বেঙ্গালুরু থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে মালদা পৌঁছয় বিশেষ ট্রেন। ট্রেন থেকে নামার পর একে একে সবার থার্মাল স্ক্রিনিং করা হয়। তাঁদের বলা হয় হোম কোয়ারান্টিনে থাকতে। তবে তাঁদের কারও লালারসের পরীক্ষা হয়নি।
Continues below advertisement
Tags :
Coronavirus Worldometer Coronavirus World Coronavirus Cases India Coronavirus Cases Coronavirus News Coronavirus In India Coronavirus LIVE Coronavirus India Migrant Workers Malda Kolkata Airport Train Abp Ananda Bangladesh Coronavirus Update Air India Flight