বিশাখাপত্তনমে কারখানা থেকে বেরিয়েছে স্টায়রিন গ্যাস, জানালেন এনডিআরএফের ডিজি
Continues below advertisement
বিশাখাপত্তনমে ওষুধ তৈরির কারখানা থেকে বেরিয়েছে স্টায়রিন গ্যাস। এই গ্যাস সাধারণত প্লাস্টিক তৈরির কাজে ব্যবহার করা হয়। ইতিমধ্যেই প্রায় ১৫০০ জনকে আশপাশের এলাকা থেকে সরিয়ে আনা সম্ভব হয়েছে। প্রায় ১০০০ জন হাসপাতাল গিয়েছিলেন, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, জানালেন এনডিআরএফের ডিজি।
Continues below advertisement
Tags :
Evacuating Breathing Problem Ppharmaceutical Factory AP Styrene Gas Gas Leak NDRF Abp Ananda India Death Hospitalized Visakhapatnam